Loading...SERVICE DETAILS

Sundorban

অবস্থান ও পরিচিতি :

সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ধারণ করে এবং  ১৯৮৭ সালে এই অঞ্চলটির বেশিরভাগ অংশ ইউনেস্কোর বিশ্ব ঐত্যিহ্য হিসাবে চিহ্নিত হয়েছিল।

বাংলাদেশের  সুন্দবনের  পূর্বে অবস্থিত সাতহ্মীরা ও বাগেরহাট জেলা এবং পশ্চিমে অবস্থিত পিরোজপুর ও খুলনা জেলা ।  

 

‘সুন্দরবন’ নামটি সম্ভবত সুন্দরী বৃক্ষের আধিক্যের কারণে (সুন্দরী-বন) অথবা সাগরের বন (সমুদ্র-বন) কিংবা এ বনভূমির আদিবাসী চন্দ্রবেদে থেকে উদ্ভূত। সাধারণভাবে গৃহীত ব্যাখ্যাটি হলো এখানকার প্রধান উদ্ভিদ সুন্দরী বৃক্ষের (Heritiera fomes) নাম থেকেই এ বনভূমির নামকরণ

 

সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলী।   

এই বন চির তারুন্য আর চির সবুজের প্রতীক। এই বনে রয়েছে অনেক প্রজাতির পাখি,বন্যপ্রাণী, হরিণ,কুমির ও বাঘ।বাংলাদেশে যে পরিমান বিদেশী ভ্রমনের উদ্দেশ্যে আসে আর বেশ বড় একটা অংশই আসে সুন্দরবনের উদ্দেশ্যে।তবে সুন্দরবন ভ্রমন টা বাকি সব ভ্রমন গুলো থেকে একটু ভিন্ন।এখানে শিপে থাকতে হয় পুরো দিন, শিপ টি যেন হয়ে যায় বসতবাড়ির মত।খাওয়া-দাওয়া,ঘুম,আড্ডা সব যেন এই শিপেই হয়।তাই পুরো শিপ টি ভাড়া করতে ।এরকম  পরিবেশ এ প্রকৃতির কাছে  নিজেকে উৎসর্গ করার পরে ট্যুর খরচ টা নিতান্তই তুচ্ছ।

Related Photo